ফিলিস্তিনের গাজা অঞ্চলে চলছে ইসরায়েলের হামলা। এ নিয়ে বিশ্বের অনেক তারকা উদ্বেগ প্রকাশ করেছে। এবার এর প্রতিবাদ জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।
জয়া তার পোস্টে লেখেন, ‘ফিলিস্তিনের ছবি দেখছি খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়। দেখছি আর নরকের অতলে নেমে যাচ্ছি মনে হয়। ভেঙে ঝুরঝুরে হয়ে যাওয়া বাড়িঘর। তার ওপরে ভাসছে পাক খাওয়া আগুন। আর সারি বাঁধা তরতাজা লাশ। একটু আগেই তারা হাসছিল, খাচ্ছিল, শিশুটি নিচ্ছিল মায়ের আদর।’
তিনি আরও লেখেন, ‘যারা বেঁচে আছে, তারা রক্তমাখা। আগুনের লেলিহান শিখার নিচে ছোটাছুটি করছে। নিজের জীবন বাঁচাতে নয়। ধ্বংসস্তুপের ঝাঁঝরা ইট সরিয়ে সরিয়ে তারা বের করে আনছে চাপা পড়ে থাকা শিশুদের। ওই কচি বাচ্চাগুলো ডুবে ছিল আলো–বাতাসহীন বিভীষিকার তলায়। একটি শিশুকে উদ্ধার করা হলো, ওর পুরো পরিবার পাঁচ মিনিট আগেও মমতায় ঘিরে রেখেছিল ওকে। পৃথিবীতে এখন সে একেবারে একা। ছোট্ট একট খুকি। এখনই তার পরিবার নেই, দেশ তো ছিলই না।’
ইসরায়েলের হামলায় প্রতিদিন মারা যাচ্ছে শিশুরাও। তাদের প্রসঙ্গে জয়া লেখেন, ‘খবরের কাগজে পড়লাম, গত এক সপ্তাহে ইজরায়েলের নির্মম হামলায় ২০০ জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। এর চার ভাগের এক ভাগেরও বেশি নাকি শিশু। এ কোন নরক এই পৃথিবীতে!’
তিনি আর লেখেন, ‘তাদের অসহায়তা আর হাহাকারে কণ্ঠ বুজে আসে। এই যুদ্ধ থামুক, শিশুরা খেলা করুক রোদেলা মাঠে। খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের এক চিলতে ঘরে ফিরুক। এক জীবনে কি এটা খুব বড় প্রত্যাশা।’