Top

‘খ্যাতির থেকে সম্মানটা আমার কাছে গুরুত্বপূর্ণ’

০৭ জুলাই, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ
‘খ্যাতির থেকে সম্মানটা আমার কাছে গুরুত্বপূর্ণ’

আসন্ন ঈদকে সামনে রেখে বেশ ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। এরইমধ্যে ঈদের ১৫ টি নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো কেমন হলো? কেয়া পায়েল বলেন, এবার আমার ভালো কাজের পরিমাণ বেশি। নাটকগুলোর গল্প খুব ভালো। চরিত্রগুলোও আলাদা। একটার সাথে আরেকটির মিল নেই। নাটকগুলোতে সহশিল্পী কারা ছিলেন? এ অভিনেত্রী বলেন, অপূর্ব, তাহসান, তৌসিফ, জোভান, ফারহানসহ অনেকেই ছিলেন সহশিল্পী। অভিনয়ের ক্ষেত্রে কাজের সংখ্যা বেশি হলে মান ঠিক রাখতে সমস্যা হয় না? কেয়া পায়েল বলেন, ইন্ডাস্ট্রিতে যে কজন ভালো অভিনেতা আছেন, তাদের সঙ্গে দুটি করে কাজ করলেও কিন্তু দশ-বারোটা কাজ হয়ে যায়।

কাজের সংখ্যা বেশি হয়নি তেমন। এছাড়া কোনো শিল্পী ভালো করলে এমনিতেই তার সুযোগ বেড়ে যায়। আমার ক্ষেত্রে তাই হচ্ছে। সুযোগ পাচ্ছি, কাজ করছি। আমার কাছে মনে হয়, বুঝে শুনে কাজ হাতে নিলে মানের ক্ষেত্রে সমস্যা হয় না। কারণ, এখন অনেকেই ভালো ভালো গল্প নিয়ে কাজ করছেন। চাইলেই ভালো কাজ করা যাচ্ছে। ক্যারিয়ারের অল্প সময়েই নিমার্তা, সহ-শিল্পী, দর্শকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। শুরুতে স্ট্রাগলটা কেমন ছিলো? কেয়া পায়েল বলেন, শুরু থেকেই কষ্ট করছি। দিন-রাত কাজ করেছি। অভিনয় যেহেতু শিখে আসিনি। টুকটাক সমস্যার সম্মুখীন তো হতেই হয়েছে। ভুল করেছি তবে চেষ্টা চালিয়ে গেছি। সময় মতো সেটে যাওয়া। কারও সাথে কোনো বিরোধে না যাওয়া। এগুলো মেইনটেইন করেছি। পরিচালকের সঙ্গে বসে থেকে দেখে দেখে অভিনয় শিখেছি। পরামর্শ নিয়েছি। সহ-শিল্পীকে হয়তো অনেক জালিয়েছি। কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে নিজের মতো কাজ করে গেছি। যতটুকু স্ট্রাগল করা দরকার ততটুকুই করেছি। কাজের জায়গায় কখনও ছাড় দেইনি। এই কারণে ফল পাচ্ছি। পরিবারের সাপোর্ট কতটুকু ছিল? কেয়া পায়েল বলেন, শুরুর দিকে একটু ঝামেলা ছিলো। রাতে বাসায় ফেরা, এসব নিয়ে। তবে এখন বোঝে সবাই। যেহেতু প্যাশন নিয়ে কাজ করছি সাপোর্ট দিচ্ছে। তবে এখনও দেশের বাইরে যেতে পারি না। ঢাকার বাইরে যেতে হলেও পারমিশন নিতে হয়। বাউন্ডারিটা আছে। সামনের দিনগুলোতে কীভাবে এগোতে চান? এ অভিনেত্রী বলেন, আমার পজেটিভ দর্শক অনেক বেশি। কারণ আমি শালীনভাবে চলাফেরা করি এবং বুঝেশুনে কাজ করি। তিন-চার বছরের ক্যারিয়ারে কোনো রিউমার নেই। কোনো বিতর্ক নেই। এটাই চাই ধরে রাখতে। আমার কাছে মনে হয় ভালো কাজ করলে মানুষ এমনিতেই চিনবে, জানবে। খ্যাতির থেকেও সম্মানটা আমার কাছে গুরুত্বপূর্ণ।

শেয়ার