করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা বাড়ছে। নতুন সময়সীমা অনুযায়ী ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন চলবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ সানবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ব্যাংক ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সকাল ১০ টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এর প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন ২ টা পর্যন্ত চলবে।