করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন নগরীর ও ৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৯ হাজার ৭৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, এথন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৪৯ জন; এর মধ্যে ৫৬৯ জন নগরীর ও ৩৮০ জন উপজেলার বাসিন্দা। এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৫ জন; নতুন শনাক্তদের মধ্যে ৮৫৮ জন নগরের ও ৪৫৭ জন উপজেলার বাসিন্দা।
এর মধ্যে ৫৯ হাজার ৮২২ জন নগরীর ও ১৯ হাজার ৯২৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। নতুন করে আক্রান্তদের মধ্যে ফটিকছড়ি উপজেলার ৭৮ জন, রাউজানের ৬৯, রাঙ্গুনিয়ার ৪২, আনোয়ারার ৪১, লোহাগাড়ার ৩৭, হাটহাজারীর ৩৫ জন।
প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।