Top
সর্বশেষ

অর্থনীতি পুনরুদ্ধারে নতুন মুদ্রানীতি ঘোষণা

২৯ জুলাই, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ
অর্থনীতি পুনরুদ্ধারে নতুন মুদ্রানীতি ঘোষণা

করোনা মহামারির ক্ষতিকর প্রভাব থেকে অর্থনীতি পুনরুদ্ধারে চলতি ২০২১-২২ অর্থবছরের সম্প্রসারণমূলক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগের ধারাবাহিকতা বজায় রেখে চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি করা হয়েছে। এবারও বেসরকারি খাতে ঋণ বাড়ানোর প্রক্ষেপণ করা হয়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ।

নতুন মুদ্রানীতিতে সরকারের লক্ষ্যমাত্রার আলোকে ৭৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ যোগান রাখা হয়েছে। মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।

এবারের মুদ্রানীতিতে সবচেয়ে জোর দেওয়া হয়েছে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ওপর।

শেয়ার