Top
সর্বশেষ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৪ জন হাসপাতালে

২৯ জুলাই, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৪ জন হাসপাতালে

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৯) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যায় একদিনে এটাই সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ১৯৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ঢাকায় নতুন ১৮১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগ এবং জেলায় ১৩ জন।

বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৬৪২ জন রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মোট ৬৪২ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২৪ জন রোগী। এ বছর জানুয়ারি মাস থেকে ২৯ জুলাই পর্যন্ত সর্বমোট দুই হাজার ২৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৬৪৬ জন।

শেয়ার