আজ ৮ম দিন করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ও সকাল থেকেই আকাশ মেঘলা হওয়ায় রাজধানীর সড়কে গাড়ির তেমন চাপ লক্ষ্য করা যায়নি। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান চোখে পড়েছে।
শুক্রবার সকালে রাজধানীর মালিবাগ মোড়, সাতরাস্তা, তিব্বত, রাসেল স্কয়ার মোড়, পান্থপথ মোড়, কারওয়ান বাজার মোড়, শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, বীর উত্তম মীর শওকত সড়ক, গুলশান ঘুরে দেখা যায়, রাস্তায় গাড়ি চলাচল রয়েছে কম। বাইরে মানুষের সংখ্যাও সীমিত। তবে আগের মতোই কঠোর অবস্থানে রয়েছে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রায় সব সড়কেই যান চলাচল খুবই কম। অল্প সংখ্যক পথচারীকে সড়কে দেখা গেছে। তবে রিকশা দেখা গেছে অনেক। এছাড়া রাস্তায় পণ্যবাহী ট্রাক, জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন চলাচল করতে দেখা গেছে। সড়কগুলোর প্রতিটি চেকপোস্টে রয়েছে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য।
দেখা গেছে, চেকপোস্টগুলো দিয়ে চলাচলরত সকল যানবাহনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। যাদের জবাব সন্তুষ্ট মনে হচ্ছে না, তাদের আনা হচ্ছে আইনের আওতায়।
অন্যদিকে আজ শুক্রবার হওয়াতে অনেক অফিস আদালতই বন্ধ। এছাড়া সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। বেলা এগারটার দিকে বৃষ্টিও হয়েছে। তাই সড়কে মানুষের উপস্থিতি খুব দেখা যায়নি।