সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩৭ বারে ৭ লাখ ৭৩ হাজার ৬৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৭ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৬৮১ বারে ২৬ হাজার ৬৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি টাকা।
তৃতীয়স্থানে থাকা আমান কটনের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি ৬১২ বারে ৯ লাখ ৯৯ হাজার ৫৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ফিডের ৬ দশমিক ০৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৯৪ শতাংশ, এসএস স্টীলের ৩ দশমিক ৭৮ শতাংশ, এশিয়া প্যাসিফিকের ৩ দশমিক ৫৯ শতাংশ, এসিআই ফরমুলেশনের ২ দশমিক ৯০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ২ দশমিক ৮৬ শতাংশ ও ইন্টার্ন ইন্স্যুরেন্সের ২ দশমিক ৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।