Top

লেনদেনে বীমা খাতের আধিপত্য

২২ নভেম্বর, ২০২০ ৬:৫৯ অপরাহ্ণ
লেনদেনে বীমা খাতের আধিপত্য

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আজ ডিএসইতে সাড়ে ৩ মাসের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে। তবে এতো খারাপের মধ্যেও সবচেয়ে বেশি লেনদেন করেছে বীমা খাতের কোম্পানি গুলো। এতে করে লেনদেনের আধিপত্য ফিরে পেলো বীমা খাত।

গত কিছু দিন ধরে একটু খারাপ করলেও আবারও ঘুড়ে দ্বাড়াতে শুরু করেছে বীমা খাতের কোম্পানি গুলো। তারই ধারাবাহিকতায় সব গুলো খাতকে পিছনে ফেলে এগিয়ে চলেছে বীমা খাতের কোম্পানি গুলো।

রবিবার ডিএসইতে মোট লেনদেনের ২০.৬২ শতাংশ বা ৯৫ কোটি টাকা লেনদেন করেছে বীমা খাতের কোম্পানি গুলো। বীমা সেক্টোরের কোম্পানি গুলো ৯৫ কোটি টাকা লেনদেন করেই সেক্টোর ভিত্তিক শীর্ষ অবস্থানে উঠে এসেছে।

দিন শেষে বীমা খাতের ৪৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৭.৯২ শতাংশ বা ২৩টি কোম্পানির। দর কমেছে ৪৩.৭৫ শতাংশ বা ২১টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৮.৩৩ শতাংশ বা ৪টি কোম্পানির।

এছাড়াও, ফার্মা খাতে লেনদেন হয়েছে ৯৩ কোটি টাকা। মিউচ্যুয়াল ফান্ডে লেনদেন হয়েছে ৬৩ কোটি টাকা। প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকা। ব্যাংক খাতে লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা। বিবিধ খাতে লেনদেন হয়েছে ২২ কোটি টাকা। ফুয়েল এন্ড পাওয়ার খাতে  লেনদেন হয়েছে ২১ কোটি টাকা। বস্ত্র খাতে লেনদেন হয়েছে ১৮ কোটি টাকা। আইটি খাতে লেনদেন হয়েছে ১৭ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান খাতে লেনদেন হয়েছে ১৫ কোটি টাকা। খাদ্য এন্ড আনুষাঙ্গিক খাতে লেনদেন হয়েছে ১০ কোটি টাকা।

দশ কোটি টাকার কমে লেনদেন হওয়া খাত গুলোর মধ্যে রয়েছে টেলিকমিনিকেশন খাত, আবাসন খাত, সিরামিক খাত, সিমেন্ট খাত, ভ্রমণ খাত, পেপার এন্ড প্রিন্টিং খাত, চামড়া খাত এবং পাট খাত।

শেয়ার