দেশে চলমান কঠোর বিধিনিষেধ তুলে নেয়া হলে দ্রুতই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি নেয়া হবে। খুব বেশিদিন বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সুযোগ নেই।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এসব কথা জানান বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কঠোর লকডাউন থাকায় আমাদের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আগামী ১০ আগস্ট পর্যন্ত লকডাউন আছে৷ এরপর যদি সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং মানুষের চলাচলে কোনো বাধা না থাকে তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে নেব।
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার আরও বলেন, খুব বেশিদিন আমাদের ভর্তি স্থগিত রাখার সুযোগ নেই। ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আশা করছি ১১ আগস্টের মধ্যেই ভর্তি পরীক্ষার বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিতে পারবো।
এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ জুন অনির্দিষ্টকালের জন্য বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। সেদিন এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানিয়েছিল, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে প্রাথমিক বাছাই পরীক্ষার কমপক্ষে ১০ দিন আগে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট। প্রথম ধাপে বিভাগীয় শহরগুলোতে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।