Top
সর্বশেষ

দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ: সুমন

০৮ আগস্ট, ২০২১ ৪:৪৭ অপরাহ্ণ
দুঃসময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ: সুমন

থাইল্যান্ডের সামিতিভেজ হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিয়েছেন অর্থহীন ব‌্যান্ডের গায়ক সুমন। পাঁচ মাস আগে সেখানে চিকিৎসার জন‌্য গিয়েছিলেন। পরে দুবাইয়ের মেডিক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন পর গত ৬ আগস্ট দেশে ফিরেছেন সুমন। এই দুঃসময়ে পাশে থাকার জন‌্য সবাইকে ধন‌্যবাদ দিয়েছেন এই শিল্পী।

তিনি বলেন, ‘পাঁচ মাস পর দেশে ফিরলাম। এতটা দীর্ঘ সময় আমি কখনো দেশের বাইরে থাকিনি। আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। স্পাইনের ব্যথা অনেক কম। আগে ২-৩ মিনিটের বেশি বসে থাকতেই পারতাম না। এখন প্রতিদিন ২-৩ কিলোমিটার হাঁটাহাঁটি করতে পারি। আমার স্পাইনের সার্জারি লাগবে, কিন্তু সেটা আগামী এক বছরের মধ্যে করলেও চলবে।’

তিনি আরও বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার খারাপ সময়ে পাশে থাকার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য। পুরো পৃথিবী এখন একটা খারাপ সময়ের মধ‌্য দিয়ে যাচ্ছে, সবাই নিজের দিকে খেয়াল রাখুন। সম্ভব হলে যত তাড়াতাড়ি পারেন টিকাটা দিয়ে ফেলেন। নিরাপদে থাকুন।’

সুমন জানালেন, তার চিকিৎসার জন্য জার্মানি যাওয়া দরকার ছিল। কিন্তু লকডাউনের কারণে যেতে পারেননি। তার ভাষায়—‘এবার শুধু ওষুধ খেয়ে এবং ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসাসেবা চালাতে হয়েছে। এর মধ্যে আরো একবার ফুসফুসের সংক্রমণ হয়েছিল। সবকিছু মিলে জটিল ছিল। তবে ভালো অনুভব করায় দেশে চলে আসছি।’

তিন বছর আগে ক্যানসারের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলেন এই গায়ক। তখন থেকে ক্যানসারের সঙ্গে যোগ হয়েছে নতুন সমস্যা। ক্যানসার ও দুর্ঘটনার জন্য এ পর্যন্ত তার শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে। তার মেরুদণ্ডের হাড় ভাঙা। এ কারণে দুটি ডিস্ক বসানো হয়েছে।

শেয়ার