লকডাউন শিথিল হওয়া সাপেক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ১৬ আগস্ট (সোমবার) থেকে বিভাগগুলো চাইলে পরীক্ষা নেয়া শুরু করতে পারবে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হলেও করোনা পরিস্থিতি অবনতি বা দীর্ঘায়িত হলে অনলাইনে কিভাবে পরীক্ষা নেয়া সম্ভব সে বিষয়ে বিভাগগুলোকে নিজ নিজ একাডেমিক কমিটির সভা করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। গৃহীত সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বরের মধ্যে অনুষদের ডিনদের জানাতে বলা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা বিশ্ববিদ্যালয়ে চলমান/স্থগিত/অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির কাছে পাঠানো হবে।
তিনি আরও জানান, পরীক্ষার রুটিনের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর সমন্বয় করবেন। তবে শতভাগ শিক্ষার্থী টিকার আওতায় না আসা পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এর আগে ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সশরীরে সবধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিনও ঘোষণা করে। তবে করোনা পরিস্থিতি আবার অবনতির দিকে গেলে পরীক্ষা স্থগিত করা হয়।