শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে জাতি ১০০ বছর পিছিয়ে গেছে। এরপর রাতারাতি বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্র করার চেষ্টা হলো, যা আমরা কখনো চাইনি। কয়েক প্রজন্মের বই-খাতায় ইতিহাস বিকৃতি করল জিয়াউর রহমান।
আজ শনিবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, জিয়াউর রহমান শুরু থেকেই জাতির পিতা হত্যার চক্রান্তে জড়িত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের শুরুতে যুদ্ধ করতে চাননি। চাক্ষুষ প্রমাণ আছে। জিয়ার কীর্তিকলাপ তারা দেখেছেন। যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছেন তাদের বিরুদ্ধে মামলা, হামলা, হুলিয়া জারি করেছেন তিনি।
জিয়াউর রহমানের সমালোচনা করে নওফেল আরও বলেন, জিয়াউর রহমান পরিকল্পিতভাবে শত শত মানুষকে হত্যা করেছেন। মুক্তিযোদ্ধাদের হয় বরখাস্ত করেছেন নয়তো হত্যা করেছেন। চট্টগ্রাম ষড়যন্ত্র মামলায় যারা আসামি তারা বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদকারী।