Top

নোবিপ্রবিতে জাতীয় শোকদিবস পালিত

১৫ আগস্ট, ২০২১ ৩:২৮ অপরাহ্ণ
নোবিপ্রবিতে জাতীয় শোকদিবস পালিত
নোবিপ্রবি প্রতিনিধি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। ১৫ ই আগষ্ট (রবিবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে নোবিপ্রবি প্রশাসন। আয়োজনের অংশ হিসেবে সকাল ১০ টায় ৩০ মিনিটে কালোব্যাজ ধারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিবসের কার্যক্রমের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল আলম।

কালোব্যাজ ধারণের শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোকর‌্যালি ক্যাম্পাসে বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। এসময়ে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন,নোবিপ্রবি প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী, সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুষ্পার্ঘ অর্পণের শেষে বেলা সাড়ে ১১ টার দিকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বীরমুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে জাতির জনকের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বিশেষ ডকুমেন্ট প্রদর্শন ও আলোচনা সভার উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল আলম। এর আগে ভোর ৬ টায় বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে জাতির জনকের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবসের কার্যক্রমের সূচনা করে নোবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ছাড়াও দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং বেলা ২ টায় থেকে এতিমখানায় শিক্ষার্থীদের জন্য দুপুরের খাওয়ার আয়োজন করেছে নোবিপ্রবি প্রশাসন।

শেয়ার