ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভিসি ড. শেখ আব্দুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান।
একই সময়ে স্ব-স্ব আবাসিক হলে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন প্রভোস্টরা। পরে ভিসির নেতৃত্বে ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্টার। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন, আবাসিক হল, বিভাগ সহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া প্রশাসনের আয়োজনে অনলাইনে ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
এর আগে ১৪ আগস্ট দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি এবং বাদ যোহর দোয়া-মোনাজাত করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে শাখা ছাত্রলীগ।