Top

স্কুলের প্রধান শিক্ষক এখন চা বিক্রেতা

১৬ আগস্ট, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ
স্কুলের প্রধান শিক্ষক এখন চা বিক্রেতা
গাইবান্ধা প্রতিনিধি :

খাইরুল ইসলাম বাদশা মিয়া। একদিন তার চারপাশে ঘিরে থাকত শিক্ষার্থীদের কোলাহল। স্বপ্ন দেখেছিলেন মানুষ গড়ার কারিগর হওয়ার। কিন্তু অদৃশ্য শত্রু করোনা কেড়ে নিয়েছে তার স্বপ্ন। করোনায় স্কুল বন্ধ করে দেওয়ায় জীবন বাঁচাতে বেছে নিতে হয়েছে অন্য পথ। তাই তিনি এখন চায়ের দোকানদার। একজন হেড মাষ্টারের এই করুন পরিনতিতে দু:খ প্রকাশ করা ছাড়া কোন কিছুই করার নেই শিক্ষার্থী ও এলাকাবাসীর।

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের শিক্ষিত পরিবারের সন্তান খায়রুল ইসলাম বাদশা। সরকারী চাকুরী না করে নিজের বাপ দাদার জমি বিক্রি করে রেজিয়া মার্কেটের পাশে ৪ শতক জায়গা কেনেন । আশায় বুক বেঁধে ২০০১ সালে ৮/১০ জন শিক্ষিত ছেলে মেয়ে নিয়ে গড়ে তোলেন আহমোদিয়া স্কুল এবং কোচিং সেন্টার। ৩ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত পাঠদান করেন।

গিদারী ইউনিয়নের মহসিন আলী জানায় ,স্কুলটিতে পড়ালেখার মান ভালো হওয়ায় দূর-দূরান্ত থেকে শিশুরা আসতেন স্কুলে । আমার দুই মেয়েও এই স্কুলে কোচিং করতেন । কিন্তু এখন স্কুল নাই তাই ঘরে বসে যতটুকু করা যায় আরকি ।

কাউন্সিলের বাজারের আরজিনা বেগম মেয়েকে স্কুলে দিয়ে ভালো নিশ্চিন্তে ছিলেন । পড়ালেখা ভালোই হতো । স্কুল বন্ধ হয়ে যাওয়ার তিনি মেয়েকে নিয়ে পড়েছেন মহা বিপদে । অতো টাকা দিয়ে প্রাইভেট মাষ্টারও রাখতে পারছেন না ,মেয়েকে পড়াতেও পারছেন না । তাই অল্প বয়সে মেয়েকে বিয়ে দেয়া কথা ভাবছেন তিনি ।
স্কুলের শিশিক্ষা হামিদা বেগম জানান ,স্কুলের আয় দিয়ে ভালোই চলছিলো ১০ জন শিক্ষক সহ সকলের সংসার। কিন্তু করোনা ও লকডাউনের কারনে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। তার সংসারে এখন ঘোর অমানিশা । স্কুলের বেতন যা আসতো তাতে কৃষি মজুর স্বামী সহ ৪ জনের সংসারে অভাব হতো না । কিন্তু এখন তিনি ধার দেনা করে আর স্বামীর সামান্য আয়ে কোন মতো চালিয়ে নিচ্ছেন ।

খায়রুল ইসলাম বাদশা মিয়া জানান ,আর কতো টানা যায়। করোনা ও লকডাউনে তার স্বপ্ন ভেঙে গেছ । তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে যাওয়ার বেদনা তার কাছে এক দু:স্বপ্নের মতো ।

করোনায় শিক্ষার্থী ও শিক্ষক নিয়ে বিপাকে পড়েন তিনি। নিজের জায়গা জমি বিক্রি করে শিক্ষকদের বেতন পরিশোধ করে বন্ধ করে দেন শিক্ষা প্রতিষ্ঠান। আর নিজের ৫ ছেলে মেয়ের সংসার চালাতে গিয়ে সংকটে পড়েন। বাধ্য হয়ে হেড মাষ্টার বাদশা মিয়া স্কুল ঘরের দুই পাশের বেড়া খুলে চায়ের দোকান খুলে বসেন। নিজের হাতে চা তৈরী করে খদ্দের মেটান। খদ্দেরা বিষয়টি নিয়ে আলোচনার তুললেও বাস্তবতা মেনে নিতে তাকে হেড মাষ্টার থেকে চায়ের দোকানী হতে হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বলেন ,করোনাকালীন অসংখ্য স্কুল ও কোচিং সেন্টার নিশ্চিহ্ন হয়েছে। এসব স্কুলের শিক্ষকদের আমরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি।

শেয়ার