আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ। আগামী ৩০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্থল সীমান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস সোমবার (১৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে আরোপিত শর্তসমূহ কিছুটা শিথিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে করোনা টিকার ডাবল ডোজ নেয়া থাকলে ভারত থেকে ফেরার পর ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বদলে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অন্যদিকে, ভারত যাওয়ার ক্ষেত্রে লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র।
এছাড়া যাদের ডাবল ডোজ টিকা নেওয়া হয়নি তাদের ভারত থেকে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকতে হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হোম কোয়ারেন্টাইন সুবিধা নিতে যাত্রীদের সঙ্গে রাখতে হবে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ এবং ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষার ‘নেগেটিভ’ সনদ।
চলমান করোনা মহামারি পরিস্থিতির অবনতি হলে গত ২৬ এপ্রিল বাংলাদেশ সরকার ভারত ভ্রমণে বিধিনিষেধ জারি করে। এতে বন্ধ হয় ভারতযাত্রা। তবে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে সচল রাখা হয় মেডিকেল ভিসা। ভারতফেরত যাত্রীদের দেশে ফিরে ব্যক্তিগত খরচে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন চালু করা হয়।
এতে ব্যক্তিগত খরচে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। বিশেষ করে চিকিৎসা শেষে দেশে ফিরে হাতে টাকা না থাকায় অনেকে সমস্যায় পড়েন।