জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ। রোববার (১৫ আগস্ট) রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজ ছাত্রলীগের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য রহমত উল্লাহ্, প্রশান্ত দাস, জসিম উদ্দিন, বেলাল উদ্দিন, রুমান,রানা। আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী জালাল,রহিম,রফিক, আনজির,হাসু, অলি, সাইফুল,মাসুদ, কানন, জাকির,মহিবুল্লাহ্, গোপাল,মহসিন, ও সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ফিরোজ সহ অন্যান নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ ছাত্রলীগের নেতারা বলেন, জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। জাতির পিতার জীবন আদর্শ আমাদের জন্য অনুকরণীয়। তার তর্জনীর নির্দেশেই বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্ন দেখেছিল এবং স্বাধীনতার পথ উন্মুক্ত হয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত দেশ স্বল্প সময়ের মধ্যেই উন্নতির দিকে যাত্রা করেছিল। তিনি বেঁচে থাকলে দেশ বর্তমানে উন্নয়নশীল অন্যান্য দেশের পর্যায়ে উন্নীত হত।