শিক্ষকদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহ দিতে টিচার্স ইনোভেটরস-২০২১ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ‘আলোকিত টিচার্স’ নামে একটি সংস্থা।
যেখানে শিক্ষকদের শিক্ষাক্ষেত্রে সৃজনশীল চিন্তা ও কাজকে ডিজিটাল মাধ্যমে তুলে আনা হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষকরা তাদের শিখন-শিক্ষণে উদ্ভাবন শেয়ার করতে পারবেন এবং নিজেদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার বিকাশ ঘটাতে পারবেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
যারা অংশ নিতে পারবেন: বাংলাদেশের কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণির সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের যেমন- বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম, ইংরেজি ভার্সন ও মাদরাসার শিক্ষকরা।
কীভাবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে: অংশগ্রহণকারীদের আলোকিত টিচার্সের ওয়েবসাইটে www.alokitoteachers.com গিয়ে নিজস্ব আকাউন্ট খোলার জন্য সাইন ইন করতে হবে। ওয়েবসাইটের টিচার্স ইনোভেশন পেজে ক্লিক করে তাদের ইনোভেশনটি আপলোড করে দিতে পারবেন।
উদ্ভাবনটি মানসম্মত হলে ওয়েবসাইটে লাইভ করে দেওয়া হবে। অংশগ্রহণকারীরা ওয়েবসাইটে প্রকাশিত উদ্ভাবন নিজেদের ফেসবুক এবং লিংকডইন অ্যাকাউন্টে শেয়ার করতে পারবেন। সর্বোচ্চ রেটিংয়ের ভিত্তিতে ২০ জন শিক্ষককে নির্বাচিত করা হবে। তারপর দক্ষ ও অভিজ্ঞ জুরি প্যানেলের মাধ্যমে সেরা তিনটি ইনোভেশন বাছাই করা হবে।
প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে ল্যাপটপ এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার থাকবে স্মার্টফোন। গত ৪ জুলাই শুরু হয়েছে ক্যাম্পেইন, জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ আগস্ট।
উদ্ভাবনগুলো হতে পারে: শেখানোর পদ্ধতি, ক্লাসরুম ম্যানেজমেন্ট পদ্ধতি, অ্যাসেসমেন্ট/ ক্লাস টেস্ট নেওয়ার অভিনব কৌশল, অভিজ্ঞতা ও প্রজেক্ট/প্রবলেম বেইজ শিখন পদ্ধতি যা শিক্ষার্থীর নিরাপত্তা, উদ্ভাবনের বাস্তব প্রয়োগ, সর্বজনীনতা ও ইনক্লুসিভ (একীভূত) অর্থাৎ সব ধরনের শিক্ষার্থীদের জন্য উপযোগী ও এনগেজিং হতে হবে।