Top

টিকা ছাড়াই সশরীরে পরীক্ষা, হতাশায় শিক্ষার্থীরা

২০ আগস্ট, ২০২১ ৯:৪৪ পূর্বাহ্ণ
টিকা ছাড়াই সশরীরে পরীক্ষা, হতাশায় শিক্ষার্থীরা

ফরহাদ বিন নূর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদেরকে টিকার আওতায় না এনেই সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টিকা দেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের কলেজ ভিত্তিক টিকার নিবন্ধন সম্পন্ন হলেও এখনো কোনো শিক্ষার্থীকে টিকা দেয়া হয়নি। কবে নাগাদ টিকা দেওয়া হবে সে বিষয়েও এখন পর্যন্ত কোন নিশ্চয়তা নেই। সংক্রমণ বিবেচনায় সশরীরে পরীক্ষা শুরুর উদ্যোগ নেয়া হলেও বন্ধ থাকছে আবাসিক হল। এর মধ্যেই সাত কলেজ প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা এলো পয়লা সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা নেয়ার। এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করছেন অনেক শিক্ষার্থী। অন্যদিকে সাত কলেজ প্রশাসন বলছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই নেয়া হয়েছে পরীক্ষার সিদ্ধান্ত।

সাত কলেজের স্নাতক, স্নাতকোত্তর ও ডিগ্রীর স্থগিত হওয়া ও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে। বুধবার (১৮ আগস্ট) অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এমন অবস্থায় দীর্ঘদিনেও টিকার ব্যবস্থা না করতে পারায় প্রশাসনের প্রতি ক্ষুব্ধ সাত কলেজ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রাথমিক অবস্থায় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠানসমূহ দ্রুত খুলে দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় আনলেও সাত কলেজ প্রশাসনের নিরব ভূমিকায় তখন সাধারণ শিক্ষার্থীরা টিকা পায়নি।

ঢাকা কলেজ শিক্ষার্থী আবদুল হাকিম বাণিজ্য প্রতিদিনকে বলেন, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নিচ্ছে সেখানে ঢাবি এবং সাত কলেজ প্রশাসন অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। অনলাইনে ক্লাস হতে পারলে পরীক্ষা কেন হতে পারে না? এটা সংশ্লিষ্টদের সংকীর্ণতা নাকি অনলাইনে পরীক্ষা নিতেই অনীহার বহিঃপ্রকাশ? যদি সবাইকে করোনার ভ্যাক্সিনের আওতায় এনে পরীক্ষা নেয়া হয় তাহলে আপত্তি থাকতো না। দেশের চলমান কোভিড পরিস্থিতিতে ভ্যাক্সিন না দিয়েই সশরীরে পরীক্ষা নিলে জেনে-বুঝে ঝুঁকির মধ্যে ঠেলে দেয়া হবে শিক্ষার্থীদের। এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক।

ইডেন মহিলা কলেজের একজন শিক্ষার্থী বলেন, আমাদের আবাসিক হলও খুলছে না, করোনার টিকাও পেলাম না। আবার সশরীরে পরীক্ষায়ও বসতে হচ্ছে। সবকিছু থেকেই কলেজ প্রশাসনের ব্যর্থতায় আমরা বঞ্চিত হচ্ছি।

স্বাস্থ্যবিধি না মানলে শিক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমনের ঝুঁকি বাড়বে মনে করছেন স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব। তিনি বলেন, স্বাস্থ্য বিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যদি সম্ভব হয় শিক্ষার্থীদের অ্যান্টিজেন টেস্ট করানো যেতে পারে। এতে যাদের পজিটিভ আসবে তাদের জন্য ভিন্ন ব্যবস্থা নেয়া যাবে।

এ বিষয়ে জানতে চাইলে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বাণিজ্য প্রতিদিনকে বলেন, করোনার কারণে যখন দীর্ঘদিন বিভিন্ন বর্ষের পরীক্ষা আটকে ছিল তখন শিক্ষার্থীদের দাবি ছিল পরীক্ষা নেয়ার জন্য। এখন যখন আমরা শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা নিতে চাচ্ছি তখন আবার ওই শিক্ষার্থীরাই বলছে টিকা না দিয়ে কেন পরীক্ষা নেয়া হবে।

তিনি বলেন, প্রত্যেকটি কলেজ তাদের একাডেমিক কাউন্সিলে সিন্ধান্তের পর সাত কলেজের সব অধ্যক্ষরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষকরা তো শিক্ষার্থীদের প্রতিপক্ষ নয় যে তাদের খারাপ চাইবে। সকলের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, টিকার জন্য শিক্ষার্থীদের তালিকাও আমারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আমরা এখনও টিকার জন্য নানাভাবে চেষ্টা করে চলেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আমাদের শিক্ষার্থীদের টিকা দিতে সক্ষম হয়নি। এ জন্য কি আমারা আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা আটকিয়ে রাখবো? শিক্ষার্থীরা যদি বলে- টিকা নিতে ছয় মাস লাগেও তারপরও তারা টিকা নেয়ার পরে পরীক্ষা দিবে তাহলে আমাদের কিছু বলার নেই।

এ ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা নিতে বাঁধা কী জানতে চাইলে ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন, দেখেন যেখানে অনলাইনে পরীক্ষা নিতে ঢাবি, বুয়েট হিমশিম খাচ্ছে সেখানে সাত কলেজের এতো সংখ্যক শিক্ষার্থীকে একসঙ্গে অনলাইনে যুক্ত করা কীভাবে সম্ভব? অনেকে গ্রামে প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকেন যেখানে ঠিক মতো নেট পায় না কীভাবে আমরা সেখানকার শিক্ষার্থীদের একসঙ্গে অনলাইনে যুক্ত করবো? ধরুন পরীক্ষা চলাকালীন কারো নেট চলে গেল বা ডিভাইসের সমস্যা হল তখন আপনি কী করবেন? তাই এতো বৃহৎসংখ্যক শিক্ষার্থীর এক সঙ্গে অনলাইনে পরীক্ষা নেয়া বাংলাদেশের মতো দেশে সম্ভব না।

করোনা মহামারিতে গত দেড় বছরে সশরীরে শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি। তাই আসন্ন পরীক্ষাগুলোতে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে পরীক্ষা নেয়া যেতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই। এটাতে আমাদের কোনো হাতও নেই। এটা সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এসব সিন্ধান্ত হয়ে থাকে। সেখানে আমরাও থাকি না। তাই ঢাকা বিশ্বাবদ্যালয়ের একাডেমিক কাউন্সিল চাইলেই কেবল সেটা সম্ভব হতে পারে।

শেয়ার