গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। শনিবার রাতে এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রাথমিক তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২০০ টাকা জমা দিয়ে ৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞান বিভাগের প্রাথমিক মেধা তালিকা থেকে ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবেন। তারা প্রথম সাত দিনে আবেদন না করলে দ্বিতীয় ও তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।
দ্বিতীয় ও তৃতীয় মেধাতালিকার শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদনের জন্য তিন দিন করে সময় পাবেন।
তবে মানবিক ও বাণিজ্যের প্রাথমিক আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীই চূড়ান্ত আবেদন করতে পারবেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জানান, এই ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির জন্য প্রাথমিক আবেদন করেছে তিন লাখের বেশি শিক্ষার্থী।
অক্টোবরে শিক্ষার্থীদের উপস্থিতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।