গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশে আরও কয়েক দিন বিলম্ব হতে পারে। ভর্তি সংক্রান্ত কারিগরি কমিটি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বাছাইয়ে নির্বাচিত হয়েছেন এক লাখ ৩১ হাজার শিক্ষার্থী। এর ফল কীভাবে প্রকাশ করা হবে, তা নিয়ে নতুন করে জটিলতার সৃষ্টি হয়েছে।
আজ সোমবার কারিগরি কমিটি আবারও বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সমন্বিত ভর্তি কমিটি উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবেপ্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য আধ্যাপক মোনাজ আহম্মেদ নূর বলেন, কারিগরি কমিটির আরও কিছু কাজ বাকি রয়েছে। দু-এক দিনের মধ্যে প্রাথমিক বাছাইয়ের তালিকা সমন্বিত ভর্তি কমিটির কাছে হস্তান্তর করা হবে। পরে ওই কমিটি তা প্রকাশের সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে, তাই প্রাথমিক বাছাইয়ের ফল দু-এক দিন আগেও প্রকাশ করা হতে পারে।
এর আগে, গত শনিবার রাতে ২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটি উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এ সভায় চূড়ান্ত ভর্তি আবেদনের তারখ এবং ফি নির্ধারণসহ অন্যান্য বিষয় আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত শিক্ষার্থীদের আবেদন ফি, ছবি এবং কোন কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তার পছন্দ জানাতে হবে আবেদনের সময়।
জানা গেছে, প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত এক লাখ ৩১ হাজার শিক্ষার্থীর তালিকা কীভাবে প্রকাশ করা হবে, তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। নির্বাচিতদের নাম ও নিবন্ধন নম্বরসহ চূড়ান্ত তালিকা পাঁচ হাজার পৃষ্ঠার। এখান থেকে একজন আবেদনকারীর তার নাম খুঁজে বের করা অত্যন্ত জটিল ও দুঃসাধ্য হবে বলে বৈঠকে একাধিক উপাচার্য মত প্রকাশ করেন। পরে কারিগরি কমিটিকে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে ফল প্রকাশের সহজ উপায় বের করার।
বৈঠকে উপস্থিত উপাচার্যরা বলেছেন, প্রাথমিক বাছাইয়ের ফল নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া যেতে পারে। সঙ্গে ইউজার আইডি ও পাসওয়ার্ড জানানো যেতে পারে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মোট তিনটি পরীক্ষা হবে। এর মধ্যে একটি প্রীক্ষা হবে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য, আরেকটি মানবিকের জন্য এবং অন্যটি বাসায় শিক্ষার্থীদের জন্য।
বাড়ানো হয়েছে চূড়ান্ত আবেদন ফি
প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের চূড়ান্ত আবেদনের ফি এক হাজার ২০০ টাকা ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। প্রাথমিক আবেদনের সময় বলা হয়েছিল, চূড়ান্ত আবেদনের সময় সমন্বয় করা হবে। কিন্তু এখন নতুন করে ১২শ’ টাকা নেওয়ার কথা বলা হচ্ছে।
এ বিষয়ে সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সার্বিকভাবে প্রাথমিক আবেদন ও চূড়ান্ত আবেদনের ফি দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে প্রাথমিক আবেদনে কাঙ্ক্ষিত ফি না আসায় নিরুপায় হয়ে ফি বাড়ানো হয়েছে।
প্রথমবারের মতো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। গত শিক্ষাবর্ষে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষির প্রাধান্য থাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা শুরু করেছিল। গুচ্ছভিত্তিক পরীক্ষার মাধ্যমে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী নিজ নিজ বিভাগে একটি পরীক্ষা দিয়েই যোগ্যতা ও আসন অনুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।