Top

১৯ সেপ্টেম্বর মানববন্ধন-অবস্থান কর্মসূচি করবে শউভাবাক

২৩ আগস্ট, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
১৯ সেপ্টেম্বর মানববন্ধন-অবস্থান কর্মসূচি করবে শউভাবাক
নিজস্ব প্রতিবেদক :

এমপিওভুক্ত ১৩টি শিক্ষক সংগঠনের জোট শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির (শউভাবাক) শীর্ষ নেতাদের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এমপিওভুক্ত শিক্ষকদের গত ঈদুল আজহায় শতভাগ উৎসব ভাতা থেকে বঞ্চিত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। পাশাপাশি দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারিসহ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের (বামাশিকফো) সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি লেবেলের একজন শিক্ষক উৎসব ভাতা পান মাত্র তিন হাজার ১২৫ টাকা। একজন শিক্ষকের পক্ষে এত অল্প টাকা দিয়ে পরিবার নিয়ে কোনোভাবেই ঈদ উৎসব উদযাপন করা সম্ভব নয়। শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে শউভাবাক।

শতভাগ উৎসব ভাতার দাবিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ বিসর্জন দিয়ে গত ঈদুল ফিতরের নামাজ জাতীয় প্রেস ক্লাবে আদায় করে মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। তারা শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন-কর্মসূচি চালিয়ে যাওয়ারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের উপদেষ্টা ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী জাতীয়করণ মঞ্চের সভাপতি আফজালুর রশিদ, বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির মহাসচিব শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী জাতীয়করণ মঞ্চের মহাসচিব আবুল বাশার নাদিম, বাংলাদেশ এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম, বাবেশিকফোর যুগ্ম-মহাসচিব মোহাম্মদ মতিউর রহমান দুলাল, যুগ্ম-মহাসচিব মো. মামুনুর রশিদসহ কমিটির নেতারা।

শেয়ার