রাশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যে সব বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হচ্ছে তাদের দেশটির সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, যেসব শিক্ষার্থী চলতি ২০২১-২২ শিক্ষাবর্ষে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এবং রাশিয়ান ভিসা পেতে বিলম্ব হচ্ছেন, তারা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন।
এসব শিক্ষাপ্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ নেওয়ার পর ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে ভিসা প্রদানের অনুরোধসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।