শিক্ষা গবেষণায় বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সরকার সহায়তা দেবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সোমবার (২৩ আগস্ট) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত ভার্চুয়াল শোকসভায় এ কথা জানান তিনি।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে উপমন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা উদ্যোক্তা রয়েছেন, তাদের প্রতি আমি আহ্বান জানাবো, বঙ্গবন্ধু যে দর্শন নিয়ে এই বাংলাদেশকে দেখতেন— ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ এডুকেশন, সেটাকে আমাদের ধারণ করতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সুযোগ আমাদের দিয়েছেন। বেসরকারি খাতে আমাদের যে উদ্যোগ, আমাদের যে দক্ষতা, সেটাকে যাতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাজে লাগানো যায়, আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করা যায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি খাতকেও সমানভাবে সহযোগিতা করছি। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নানা অবকাঠোমোগত উন্নয়ন করা হয়েছে। তেমনই বেসরকারি হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন প্রোজেক্টের (হেকেপ) মাধ্যমে অনেক অর্থের বিনিয়োগ হয়েছে, নানা কাজ ও গবেষণা হয়েছে। তাই আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের প্রতি অনুরোধ রাখবো— আমাদের যে আইনের বিধান রয়েছে, যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের প্রতি বিশ্বাসের সঙ্গে পরিচালনার দায়িত্ব দেওয়া আছে, তারা বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা রয়েছে তা বাড়াবেন। বিশ্ববিদ্যালয়ের সকল অর্থ ব্যয় হবে বিশ্ববিদ্যালয়ের কাজে। কিন্তু আমরা অনেক সময় ব্যত্যয় দেখছি। বিলাসবহুল গাড়ি কিনছি। তাহলে বঙ্গবন্ধুর আদর্শ তো বাস্তবায়ন করছি না।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগিতার বিষয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘সরকার আগামীতে আরও অনেক অর্থ সহযোগিতা করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যাদের ফান্ড আছে, তাদের খেয়াল রাখতে হবে, সেই অর্থ গবেষণায় খরচ করতে হবে, বিলাসবহুল সামগ্রীতে কেনার জন্য নয়।’
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যলয় সমিতির কার্যযকরী সদস্য নুরুল ফজল বুলবুল।