Top

অন্য নারীর সঙ্গে ‘নেশাগ্রস্ত’ নোবেল, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন স্ত্রী

২৬ আগস্ট, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ
অন্য নারীর সঙ্গে ‘নেশাগ্রস্ত’ নোবেল, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন স্ত্রী

আবারো বিতর্কের জন্ম দিলেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। বুধবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন নোবেল। তাতে দেখা যাচ্ছে—দুর্গম পার্বত্য অঞ্চলের নাফাকুম জলপ্রপাতের পাশে এক নারীর সঙ্গে বসে আছেন নোবেল। ধারণা করা হচ্ছে, কোনো ধরনের নেশা গ্রহণ করছেন এই গায়ক। ছবিটির ক্যাপশনে নোবেল লেখেন, ‘গাঁজার নৌকা পাহাড়তলী যায় ও মিরাবাই…। তারপর থেকে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি।

নোবেলের এই ছবি পোস্ট করার কিছু সময় পর তার স্ত্রী সালসাবিল মাহমুদ ফেসবুকে একটি স্ট‌্যাটাস দেন। মাদক সেবন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। যদিও তার পোস্টে নোবেলের নাম উল্লেখ করেননি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সালসাবিল বলেন, ‘আমি লজ্জিত এরকম একটা দেশে জন্মগ্রহণ করে। অনুগ্রহপূর্বক বাংলাদেশ পুলিশবাহিনী যেন আজ থেকে কোনো নেশাগ্রস্ত স্টুডেন্ট বা ব্যক্তিকে গ্রেপ্তার না করে অথবা শাস্তি না দেয়। আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা যেখানে নিজেদের নেশাগ্রস্ত ছবি আপলোড করে এটাকে একটি ট্রেন্ডে পরিণত করেছে এবং বাংলাদেশ প্রশাসন এ বিষয়ে কিছু করতে অক্ষম সেখানে অন্য জনগণের নেশা এবং মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে হেনস্তা করার অধিকার বাংলাদেশ পুলিশবাহিনী আর রাখে না।’

পুরুষের কাছে নারীরা নির্যাতিত হচ্ছেন—এমনটা দাবি করে সালসাবিল বলেন, ‘এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত। যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি। এমনকি যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না, গোপনে ধারণকৃত ব‌্যক্তিগত মুহূর্তের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্ল‌্যাকমেইল করে রাখা যায় এবং সে সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত। যে দেশে সম্মানিত ব্যক্তিগণ কিছু সাময়িক খ‌্যাতি অর্জন করা মানুষদের কোনোরকম চেকিং ছাড়াই এয়ারপোর্ট ক্রসিংয়ের ব্যবস্থা করে দেয় এবং তারা নিজেদের ইচ্ছামতো ড্রাগস বাংলাদেশে নিয়ে আসে সে দেশে পরিমনি কেন গ্রেপ্তার হবে? যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির চোখে আমার এ স্ট‌্যাটাস পড়ে দয়া করে উত্তর দিয়ে যাবেন। হ্ঠাৎ মনে হয় যে এরকম একটি আইনশৃঙ্খলাবিহীন দেশে জন্মগ্রহণ করাটাই নিজের জীবন দিয়ে দিবার জন্য যথেষ্ট।’

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে একই মেয়ের সঙ্গে তোলা আরো একটি ছবি পোস্ট করেন নোবেল। ক‌্যাপশনে লিখেন, ‘আফসোস, তুমি রাখতে পারলা না আমাকে।’ এর দুই ঘণ্টা পরে আরো একটি ছবি পোস্ট করেন নোবেল। এই গ্রুপ ছবিতে ওই নারীসহ কয়েকজন ছেলেকে দেখা যায়। এর ক‌্যাপশনে লিখেন, ‘নেক্সট-বগা লেক।’

সোশ‌্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। পরবর্তীতে তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। আড়াই মাস সম্পর্কে থাকার পর ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা।

শেয়ার