Top

৪ দফা দাবি নিয়ে ফের আন্দোলনে সাত কলেজ

২৯ আগস্ট, ২০২১ ১:০৩ অপরাহ্ণ
৪ দফা দাবি নিয়ে ফের আন্দোলনে সাত কলেজ
নিজস্ব প্রতিবেদক :

গণহারে ফলাফল বিপর্যয়, বৈষ্যম্যের প্রতিবাদ এবং ৪ দফা দাবি নিয়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে ফের আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৯ আগস্ট) সকাল এগারোটায় শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে সাইন্সল্যাব মোড় এলাকা পর্যন্ত কয়েক দফা বিক্ষোভ মিছিল করে নীলক্ষেত মোড়ে অবস্থান করেন। এ সময় পুলিশকে বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সরকারি তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগ, ইংরেজি এবং অন্যান্য বিভাগের এক বিষয়ে ৭০ থেকে ৮০ ভাগ শিক্ষার্থীকে ফেল দেখানো হয়েছে, এমন অবস্থায় তারা কলেজ অধ্যক্ষদের সাথে আলোচনা করলেও কোন আশানরূপ কোন ফলাফল পায়নি। অনার্স ২০১৫-১৬ সেশন ফলাফল বিপর্যয়, ২০১৬-১৭ সেশনের ফলাফল এবং মাস্টার্স ২০১৬-১৭ সেশনের ফলাফল বৈষম্যের প্রতিবাদ এবং খাতা পুনর্মূল্যায়নের দাবীসহ চার দফা দাবি নিয়ে তাদের আন্দোলন করছেন।

তাঁদের দাবির মধ্যে রয়েছে, গণহারে (৮০%) ফেইলকৃত স্টুডেন্টদের খাতার সঠিক পুনঃমূল্যায়ন করতে হবে। ফেইলকৃত স্টুডেন্টদের জন্য ১০ দিনের মধ্যে বিশেষ পরীক্ষার নোটিশ প্রদান করতে হবে। সকল বিভাগের ফলাফল ৯০ দিনের ভিতর প্রকাশ করতেই হবে। আটকে থাকা বিষয়গুলোর ফলাফল আগামী ৭ দিনের ভিতর প্রকাশ করতে হবে। সকল ডিপার্টমেন্টের ফলাফল দ্রুততম সময়ে সমন্বয় করতে হবে।

শেয়ার