Top

রুটিন অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা

২৯ আগস্ট, ২০২১ ৬:২১ অপরাহ্ণ
রুটিন অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক :

শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ধিত ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেশনাল) মাে. শাহানুর রহমান সা’দ। আজ রবিবার (২৯ আগস্ট) বিকেলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহানুর রহমান জানান, যথা সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ধিত ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কোন প্রভাব ফেলবে না। কিছু কিছু বিভাগের রুটিন প্রকাশিত হয়েছে। আরও বেশকিছু বিভাগের রুটিন প্রকাশের অপেক্ষায় রয়েছে।

এর আগে, সশরীরে পরীক্ষা নিতে সম্প্রতি বেশ কয়েকটি সেশনের স্থগিত থাকা পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরে গতকাল বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি বর্ধিত করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এ ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রুটিনে পরীক্ষা আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়।

নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ছুটি বাড়ানোর বিষয় সরকারের সিদ্ধান্ত। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আয়োজন একটা অনানুষ্ঠানিক প্রক্রিয়া। ছুটির সঙ্গে পরীক্ষার কোন সম্পর্ক নেই। শিক্ষার্থীদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে এসব পরীক্ষার আয়োজন হচ্ছে।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, ২০১৮ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ), ২০১৯ সালের সিএসসি তৃতীয় বর্ষ, ৬ষ্ঠ সেমিস্টার, ২০১৯ সালের সিএসসি দ্বিতীয় বর্ষ, ৪র্থ সেমিস্টার (পুরাতন সিলেবাস অনুযায়ী), ২০১৯ সালের সিএসসি দ্বিতীয় বর্ষ, ৪র্থ সেমিস্টার (নতুন সিলেবাস অনুযায়ী), ২০১৯ সালের ইসিই পার্ট-১,২য় সেমিস্টার, ২০১৯ সালের ইসিই পার্ট-৪, ৭ম সেমিস্টার, ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, সময়কাল এবং রুটিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন সময়ে নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বলা হয়েছে।

শেয়ার