জীব প্রযুক্তিতে ধান গবেষণায় এগিয়ে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলে আবাদযোগ্য লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনে গবেষণা করে যাচ্ছেন। শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের গবেষকদের সর্বত্র অংশগ্রহণে ধানের এই নতুন জাত উদ্ভাবনের গবেষণা পরিচালনা হচ্ছে।
জানা যায়, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) এর অর্থায়নে পরিচালিত জীব প্রযুক্তি ব্যবহার করে এই লবণ সহিষ্ণু ধান উদ্ভাবনে গবেষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলোজি বিভাগের নিজস্ব ট্রান্সজেনিক গ্রিণহাউস ল্যাবে এই গবেষণা চলছে। গবেষণায় ইতোমধ্যে ট্রান্সজেনিক ধান উদ্ভাবন করা হয়েছে। যা বর্তমানে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের যৌথ গবেষণায় লবণ সহিষ্ণু ধান উৎপাদনের গবেষণার নতুন নতুন কার্যক্রম চলছে।
ইতোমধ্যে বন্য ধান থেকে লবণ সহিষ্ণু তিনটি জিন নির্ণয় করা হয়েছে। যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ধানের উন্নত জাতের মধ্যে প্রবেশ করিয়ে লবণ সহিষ্ণু ট্রান্সজেনিক ধান উৎপাদন করা হবে। কেবল ধান নয় অন্যান্য ফসলের ক্ষেত্রেও লবণ সহিষ্ণুতার বিষয়টি নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পিএইচডি গবেষক মো. নাজমুল হাসান জানান, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সমুদ্রের পানির উচ্চতা প্রায় বেড়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অনেক জমি লবণাক্ত পানির মধ্যে তলিয়ে যাওয়ার আশংকা তৈরি হয়েছে। উপকূলীয় অঞ্চলের বিপুল পরিমাণ জমি, ধান চাষের আওতায় আনতে হলে উচ্চ ফলনশীল লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন অতীব জরুরী। এর অংশ হিসেবে আমরা জীব প্রযুক্তির মাধ্যমে লবণ সহিষ্ণু ধান উদ্ভাবনের জন্য গবেষণা করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা লবণ সহিষ্ণু ট্রান্সজেনিক ধান উদ্ভাবনে সক্ষম হয়েছি যা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে রয়েছে।
শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, লবনাক্ততা আমাদের দেশের কৃষিক্ষেত্রে ফসলের উপর বিরূপ প্রভাব ফেলে বিশেষ করে ধান উৎপাদনে। দেশের দক্ষিণাঞ্চলে ধান আবাদযোগ্য জমিতে লবণ পানির প্রবেশে ফসল উৎপাদন ব্যহত হয়। এই পরিবেশে আমাদের দেশে লবণ সহিষ্ণু ধান উৎপাদন একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় যুগের সাথে তাল মিলিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে আমাদের দেশে এই লবণ সহিষ্ণু ধান উৎপাদন খাদ্য চাহিদায় স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করবে।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এক সময় দেশের দক্ষিণাঞ্চলকে বলা হতো এদেশের শষ্য ভাণ্ডার। সময়ের পালাক্রমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় দক্ষিনাঞ্চলের অনেক আবাদী জমি এখন লবনাক্ততার শিকার ।
এমতাবস্থায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের লবণ সহিষ্ণু ধান আবিষ্কাররের উপর গবেষণা প্রকল্পটি একটি সময়োপযোগী উদ্যোগ। আমি এ প্রকল্পের সাফল্য কামনা করি।
বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সব ধরণের সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি।