বিয়ে করে স্বামীকে নিয়ে হজ করবেন তারপর অভিনয় ছাড়বেন এমন নিউজ প্রকাশিত হওয়ার পর আঁচল এ বিষয়টি গণমাধ্যমকে স্পষ্ট করে বলেন, ‘হজে যাওয়ার কথা বললেও অভিনয় ছাড়বো এমন কথা কোথাও বলিনি আমি।’
আচল বলেন, ‘আসলে হজে যাব। হজে যাওয়ার সঙ্গে সিনেমা ছাড়ার সম্পর্ক কী? আর হজ তো শিগগিরই করতে যাচ্ছি না। প্রথমে আমার মা-বাবাকে হজ করাব, তারপর আমি করব। আগে বাবা-মায়ের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। এটা একান্তই পারিবারিক ও ধর্মীয়, এর সঙ্গে সিনেমাকে টেনে আনার প্রয়োজন কী?’
বিয়ের পরে সিনেমা ছাড়তে পারেন এমন কথাও শোনা যাচ্ছে। তবে বিষয়টিকে একেবারে নাকচ করে দিয়ে আঁচল বলেন, ‘আসলে এসব মুখরোচক কথা। অমি খুবই জেন্টেল একজন মানুষ। সে আমাকে সিনেমায় কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়। তার কারণে আমার অভিনয়ের বিষয়টি গতিশীল হবে। কেউ যদি মনে করেন, বিয়ের কারণে আমাকে অভিনয় করতে সমস্যায় পড়তে হবে, তাহলে বলব একেবারে ভুল।’
এদিকে আঁচল ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ করেছেন ফেসবুকে। নিজের ফেসবুকে এ অভিনেত্রী লিখেছেন, আমার অনুরোধ থাকবে আমাকে নিয়ে কোনো ভুল নিউজ ছাপাবেন না বা লিখবেন না। হ্যাঁ, আমি এটা ঘোষণা দিয়েছি যে, আগামী বছর আমি বিয়ে করব। যদি আমি বেঁচে থাকি এবং পরিস্থিতি পরিবেশ যদি ভালো থাকে তাহলে।
বিয়ের পর হজ করা এবং সিনেমা ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি লেখেন, ‘আমি কোথাও কোনো জায়গায় এ স্টেটমেন্ট দেইনি যে, আমি বিয়ের পরে হজ করব, তারপর ফিল্ম ছেড়ে দেব। আঁচলকে একজন নায়িকা হিসেবে সৃষ্টি করেছে এ চলচ্চিত্র পরিবার। আমি ফিল্ম পরিবারকে অনেক বেশি ভালোবাসি। সেই পরিবারকে ছেড়ে আমি কখনো কোথাও যাবো না। সারা জীবনই এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক থাকবে।’
২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন হাসনাহেনা আঁখি আঁচল। এরপর নায়িকা হয়েছেন শাকিব খান, আরিফিন শুভসহ একাধিক জনপ্রিয় নায়কের। তবে বেশ কয়েক বছর সিনেপাড়ায় অনিয়মিত এই চিত্রনায়িকা। হবু স্বামী সৈয়দ অমির সঙ্গে আঁচল ‘ও জান রে’ গানে কাজ করেছেন। প্রকাশের অপেক্ষায় আছে ‘তুই ছাড়া কে আছে বল’ শিরোনামের আরেকটি গান।