১৫ বছর পর চলতি মৌসুমে লা লিগায় খেলছে কাদিজ। আর ফিরেই একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে স্প্যানিশ এই ক্লাবটি। এর আগে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকেও হারিয়েছিল তারা। খাতা কলমে পিছিয়ে থেকে শনিবার দিবাগত রাতে বার্সেলোনার বিপক্ষে খেলতে নামে তারা। এদিন প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বার্সার বিপক্ষেও ২-১ ব্যবধানে জয় পায় দলটি। দীর্ঘ ২৯ বছর পর স্প্যানিশ লা লিগায় কাদিজের কাছে হার মানলো বার্সেলোনা। ১৯৯১ সালে কাতালানদের হারিয়েছিল তারা।
এদিন ম্যাচের শুরুতেই হোঁচট খায় বার্সা। ম্যাচের ৮ মিনিটের মাথায় কর্নার থেকে ফালি হিমেনেজের হেড ঠেকাতে গিয়ে ভুলে নিজেরদের জালের দিকে বল পাঠিয়ে দেন অস্কার মিনগেসা। বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে বলের দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকানোর চেষ্টা করেন। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। গোললাইনে থাকা কাদিসের আলভারো হিমেনেজ আলতো টোকায় বল জালে জড়ান। ১-০ ব্যবধানে এগিয়ে যায় কাদিস।
বিরতি থেকে ফিরে সমতায় ফেরায় মরিয়া হয়ে ওঠে কোম্যান শিষ্যরা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে কাদিস ডিফেন্ডারদের। ৫৭ মিনিটের মাথায় গোলের দেখা পায় বার্সা। তবে গোলটি এসেছে আত্মঘাতী খাত থেকে। লিওনেল মেসির বাড়ানো বল ধরে বাঁ প্রান্ত থেকে কোনাকোনি শট নিয়েছিলেন জর্দি আলবা। ডিফেন্ডার পেদ্রো আলকালার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায় বল।
তবে এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। ৬৩ মিনিটের মাথায় বদলি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই গোল করেন কাদিজের আলভারো নেগ্রেদো। বার্সার ক্লেমেন্ট লংলেটের ভুলে বল পেয়ে যায় নেগ্রেদো। মাঠের ডান দিক থেকে বারস্রা গোলরক্ষককে বোকা বানিয়ে ডি-বক্সের ভেতর ঢুকে পড়েন তিনি। ফাঁকা গোল পোষ্টে সহজ গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
এরপর সমতায় ফেরার অনেক চেষ্টা করলেও গোল পায়নি বার্সা। ফলে ২৯ বছর পর কাদিসের বিপক্ষে ম্যাচ হেরে মাঠ ছাড়ে বার্সা।
লা লিগার এবারের মৌসুমে এটা ছিল বার্সার চতুর্থ হার। ১০ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে কোম্যান শিষ্যরা। অন্যদিকে এ জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে কাদিজ। ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বার্সেলোনা। একই দিনে রিয়াল ভায়াদলিদকে ২-০ গোলে হারিয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
বাণিজ্য প্রতিদিন/এমআর