Top

কঙ্গোতে নৌকা ডুবে নিহত ৬০, নিখোঁজ শতাধিক

০৯ অক্টোবর, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ
কঙ্গোতে নৌকা ডুবে নিহত ৬০, নিখোঁজ শতাধিক

কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে প্রায় ৭০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৩০০ জনকে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দেশটির পশ্চিমে মাই এনডোম্বে প্রদেশে কঙ্গো নদীতে ডুবে যায় বলে জানান দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে নৌকাটি কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার কারণে এ ঘটনা ঘটেছে। রাতের বেলা নৌকা চালনাও এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন মন্ত্রী।

শুক্রবার গভীর রাত পর্যন্ত গণমাধ্যমে কোন প্রতিবেদন না হওয়ায় দুর্ঘটনার মাত্রা স্পষ্ট ছিল না। শনিবার প্রাদেশিক কর্তৃপক্ষ এ তথ্য জানানোর পরই তা বোঝা যায়।

এদিকে, এ ঘটনায় প্রাদেশিক কর্তৃপক্ষ সোমবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে।

শেয়ার