Top

টিএসসিতে ছাত্রলীগের মারামারিতে বন্ধ ‘কনসার্ট ফর অয়ন’

০৬ নভেম্বর, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
টিএসসিতে ছাত্রলীগের মারামারিতে বন্ধ ‘কনসার্ট ফর অয়ন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অয়ন ভট্টাচার্যের চিকিৎসার খরচ সংগ্রহ করতে ছাত্র-শিক্ষক-কেন্দ্র (টিএসসি)-তে দুদিনব্যাপী একটি কনসার্টের আয়োজন করেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

তবে, কনসার্টের প্রথম দিনেই ছাত্রলীগের দুটি পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে দ্বিতীয় দিন কনসার্টটি বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল কনসার্টটি বিকাল ৩টা থেকে টিএসসির পায়রা চত্বরে শুরু হয়। মধ্য রাত পর্যন্ত এটি চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্টের শেষ দিকে টিএসসির ভেতরে হঠাৎ ছাত্রলীগের দুই গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়েন। মারামারির এক পর্যায়ে তারা বাইরে যেখানে কনসার্ট চলছিল সেখানে চলে আসেন।

এ ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আয়োজকরা জানান, গতকাল কনসার্টে গান পরিবেশন করেছেন জলের গান, অ্যাভয়েড রাফা, বাংলা ফাইভসহ বিভিন্ন ব্যান্ড। আজ শনিবারও বেলা ৩টা থেকে কনসার্ট হওয়ার কথা ছিল। এতে শিরোনামহীনসহ বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ডের গান পরিবেশনের কথা ছিল।

আয়োজকদের একজন চারুকলা অনুষদের শিক্ষার্থী আবদুল্লাহ আল কাফি বলেন, ‘অয়ন ভট্টাচার্য ছাপচিত্র বিভাগের এক জন সাবেক শিক্ষার্থী। তার হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়েছে। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল তাকে দিল্লিতে নেওয়া হবে। তার চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা প্রয়োজন। অর্থ সংগ্রহ করতে আমরা দুদিনের চ্যারিটি কনসার্টের আয়োজন করেছিলাম। কিন্তু প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের দুটি হলের শিক্ষার্থীদের মারামারির কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় দিন কনসার্টটি চালানোর অনুমতি দেননি।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কনসার্টটি আয়োজন করা হয়েছিল। প্রথম দিনেই সেখানে একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুস্থ-সবল শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে কনসার্টটি দ্বিতীয় দিন না চালাতে আয়োজকদের অনুরোধ করা হয়েছে। তারাও সেটি শুনেছেন।’

মারামারিতে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটলে ছাত্রলীগ সহযোগিতায় সেটি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়। যদি কেউ প্রমাণ করতে পারে ছাত্রলীগের কেউ জড়িত তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’

শেয়ার