Top
সর্বশেষ

লঞ্চ মালিকদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছে বিআইডব্লিউটিএ

০৭ নভেম্বর, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ
লঞ্চ মালিকদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছে বিআইডব্লিউটিএ

লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার বিকেল ৩টায় মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এদিন সকাল থেকে ধর্মঘটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মালিকরা টার্মিনাল থেকে লঞ্চ অন্যত্র সরিয়ে নেন।

গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে সরকার। এর প্রতিবাদে লঞ্চমালিকরা ভাড়া দ্বিগুণের দাবি তুলে আল্টিমেটাম দিয়েছিলেন।

শেয়ার