Top

ভোলায় ৮৫ হাজার শিক্ষার্থী পাচ্ছে করোনার টিকা

১৩ নভেম্বর, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
ভোলায় ৮৫ হাজার শিক্ষার্থী পাচ্ছে করোনার টিকা

জেলা পর্যায়ের ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছরের শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রমের অংশ হিসেবে ভোলায় প্রথম ধাপে ৮৫ হাজার অনূর্ধ্ব ১৮ বছর বয়সীরা ফাইজারের টিকা পাচ্ছে।

শনিবার (১৩ নভেম্বর) সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে ছাত্রী এবং শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ছাত্রদেরকে টিকা দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ অপেক্ষার পর টিকা নিতে পেরে তারা খুবই খুশি। এখন করোনা থেকে আমরা কিছুটা শঙ্কামুক্ত থাকতে পারব।

ভোলার সিভিল সার্জন কেএম শফিকুজ্জামান জানান, আজ থেকে আমরা ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু করেছি। ৮৫ হাজার শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থী টিকা পাবে।

শেয়ার