Top
সর্বশেষ

এবার ইরানে পাল্টা হামলা চালালো ইসরায়েল

২৬ অক্টোবর, ২০২৪ ৮:৩৫ পূর্বাহ্ণ
এবার ইরানে পাল্টা হামলা চালালো ইসরায়েল

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই দীর্ঘদিন পর এই হামলা চালালো তেল আবিব। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানের কর্তৃপক্ষ।

এ আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় চালু করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইরজিসির সামরিক স্থাপনায় কোনো হামলা হয়নি।

সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। তবে এর জবাব দিতে মরিয়া ছিল ইসরায়েল।

গত মাসের শেষের দিকে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। সে সময় হিজবুল্লাহ এক বিবৃতিতে নিশ্চিত করে যে, তাদের শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এরপরই ইসরায়েলে হামলা চালায় ইরান।

এনজে

শেয়ার