Top

মাগুরায় নির্বাচন উত্তর সহিংসতায় আহত ৫

১৩ নভেম্বর, ২০২১ ৩:১১ অপরাহ্ণ
মাগুরায় নির্বাচন উত্তর সহিংসতায় আহত ৫
মাগুরা প্রতিনিধি :

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বজরুক শ্রীকুন্ডী গ্রামে বৃহস্পতিবার রাতে নির্বাচন পরবর্তি সহিংসতায় অন্তঃসত্ত্বা নারীসহ ৫ জন আহত হয়েছেন। এছাড়া ২টি দোকানঘর ও ৫ বাড়িতে হামলা-ভাংচুর হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মিলন হোসেন (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্চুরুল আলম জানান,নির্বাচনে হেরে গিয়ে স্থানীয় চাউলিয়া ইউনিয়নের ৮নং ওয়াডের্র পরাজিত মেম্বর প্রার্থী মোশাররফ হোসেনের লোকজন বৃহস্পতিবার রাত ১০টার দিকে একই ওয়ার্ডের প্রতিপক্ষ বিজয়ী মেম্বার প্রার্থী আকিদুলের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় মোশাররফ হোসেনের লোকজনের হামলায় আকিদুলের সমর্থক অন্তঃসত্ত্বা হুসনা বেগমসহ (৩৫) ইব্রাহিম (৪৬), রাজু (৪৫), রায়হান (২৫) ও স্বাধীন (১৫) নামে আরও ৪ জন আহত হন। এছাড়া আকিদুলের সমর্থকদের ২ টি দোকান ও ৫ টি বাড়িতে হামলা ভাংচুর হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে মোশাররফ হোসেন জানান, নির্বাচনে হেরে যাওয়ায় তার লোকজনের মন-মানসিকতা এমনিতেই খুব খারাপ। এরপরে বিজয়ী আকিদুল শেখের লোকজন তার লোকজনকে দেখে বিদ্রুপ করলে ক্ষিপ্ত হয়ে তাদেরকে শুধু গালমন্দ করেছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, পরবর্তি সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মিলন হোসেন (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। মাগুরা থানায় মামলা হয়েছে।

শেয়ার