Top

মানিকগঞ্জে নমুনা কর্তন ও মাঠ দিবস।

২৫ নভেম্বর, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
মানিকগঞ্জে নমুনা কর্তন ও মাঠ দিবস।
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের গড়পাড়ায় ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব অর্থায়নে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনীর নমুনা কর্তন ও মাঠ দিবস উৎযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার গড়পাড়ার ঘোনা গ্রামের বাসিন্দা কাসেম মিয়ার প্রদর্শনী মাঠ সংলগ্নে কৃষক মালেক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ ইমতিয়াজ আলম।

এসময় কৃষক ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাঝে কিভাবে সঠিক নিয়মে চাষাবাদ করা যায় সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়াও কৃষক কাসেম মিয়ার ৩৩ শতাংশ জমিতে রোপা আমনের ব্রিধান-৭২ প্রদর্শনী প্লট কর্তন করা হয়। ব্রিধান- ৭২ প্রতি বিঘায় ২০ মন পর্যন্ত উৎপাদনে সক্ষম বলেও বক্তারা মাঠ দিবসে জানিয়েছেন।

মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইমরান আহমেদ ও তপন রায়, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তাইফুর রহমান, মোঃ আব্দুর রহমান ও সুকদেব ভৌমিক ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।

শেয়ার