Top
সর্বশেষ

নড়াইলে ব্যতিক্রমী র‌্যাগ-ডে উদযাপন

২৭ নভেম্বর, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ
নড়াইলে ব্যতিক্রমী  র‌্যাগ-ডে উদযাপন
নড়াইল (সদর) প্রতিনিধি :

সারাদেশ যখন অশ্লীল র‌্যাগ-ডে নিয়ে সমালোচনায় তোলপাড় তখনই  নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর এইচএসসি-২০২১ ব্যাচ এর শিক্ষার্থীরা ব্যতিক্রমধর্মী র‌্যাগ-ডে উদযাপন করেছে  ।

শনিবার  (২৭ নভেম্বর)  সকালে নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীরা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বিভিন্ন বিনোদনমুলক গেমসহ দুপুরে শিশুদের মাঝে খাবার বিতরণ এর মধ্য দিয়ে র‌্যাগ-ডে পালন করে শিক্ষার্থীরা ।

এর আগে নড়াইল এর অন্যান্য প্রতিষ্ঠানগুলো নাচ গানের মধ্য দিয়ে র‌্যাগ-ডে উদযাপন করেছে। এবিষয়ে নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইন্জিনিয়ার জনাব “মীর মোস্তাক” বলেন, ‘আমার প্রতিষ্ঠানে আমার শিক্ষার্থীদের এমন আয়োজন দেখে আমি সত্যিই গর্বিত। আমাদের শিক্ষার্থীদের এই মহৎ কাজের মাধ্যমে সমাজের জন্য আমরা এক শান্তির বার্তা পৌঁছে দিতে চায়। এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুরা খাবার পেয়ে খুবই এবং শিক্ষার্থীরা তাদের সাথে সময় কাটানো ও খাবার দিতে পেরে তারাও খুব খুশি।’

শেয়ার