Top
সর্বশেষ

মাদারীপুরে শিশু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২৯ নভেম্বর, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ
মাদারীপুরে শিশু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে শিশু হত্যা মামলায় তিন জনকে মুত্যুদণ্ড ও অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৯ নভেম্বর) জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সেনদিয়া গ্রামের টুকু সরদারের মেয়ে আদুরী( ৪) সকালে বাড়ি সংলগ্ন সেনদিয়া মসজিদে আরবি পড়তে এসে নিখোঁজ হয়।

চলতি বছরের ২২ সেপ্টেম্বর আদুরীর বাবা মসজিদের ইমামসহ ৬ জন কে আসামী করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করে।পরে পুলিশ মসজিদের ইমাম রফিকুল ইসলাম কে গ্রেপ্তার করে জিঞ্জাসাবাদ করলে সে আদুরীকে খুনের কথা স্বীকার করে। পরে পুলিশ মসজিদের পাশে মাটি খুড়ে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে পুলিশ চার জনকে গ্রেপ্তার করে দীর্ঘ তদন্তের পর চার্জশিট দাখিল করে।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলো- রাজৈরের পশ্চিমসর মংগল গ্রামের রফিক হাওলাদার (৪১), রাজৈরের বাজিতপুর গ্রামের ইমন গাছী(৩১) ও পিরোজপুরের ভৈরব পুরের শফিকুল ইসলাম(৩২)।

এই মামলার অন্য আসামী বাগের হাটের সেলিম হাওলাদের বিরূদ্ধে অভিযোগে প্রমানিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়

শেয়ার