Top
সর্বশেষ

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনের আত্মসমর্পণ

১৪ ডিসেম্বর, ২০২১ ২:৫২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনের আত্মসমর্পণ

সিরাজগঞ্জ পৌরসভার বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনসহ চারজন আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর আমলি আদালত) আত্মসমর্পণ করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসাইন এই আদেশ প্রদান করেন।

আত্মসমর্পণকারীরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কাউন্সিলর নির্বাচনে পরাজিত প্রার্থী ও হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত হোসেন বুদ্দিন, রবিউল ইসলাম, সোহাগ শেখ ও কবির হোসেন।

সদর কোর্ট পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসাইনের আদালতে কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনসহ চারজন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকরা তার ওপর হামলা চালান।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন। ওইদিন রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে হৃদয় খান বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার