স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবর্ষ মুজিববর্ষের মহান বিজয় দিবসে দাঁড়িয়ে জাতিকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথে দেশের কল্যাণে সর্বশক্তি নিয়োগের পাশাপাশি জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনের আয়োজনে উপস্থিত হয়ে এই শপথবাক্য পাঠ করার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার পাশে ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জনাকীর্ণ সমাবেশে শপথবাক্য পাঠ করেন হাজারও নাগরিক। একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ আট বিভাগীয় শহরে প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেন লাখো বাংলাদেশি।
শপথে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিজয় দিবসে দৃপ্ত কণ্ঠে শপথ করছি যে, শহিদের রক্ত বৃথা যেতে দেবো না। দেশকে ভালোবাসব। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।