হকির প্রতিশোধ ফুটবল দিয়ে নিয়েই নিলো বাংলাদেশের মেয়েরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের কাছে ৯ গোলে হেরেছিল বাংলাদেশ। দুই দিনের ব্যবধানে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েদের হারিয়ে দিলো বাংলাদেশ।
শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র।
ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেননি শামসুন্নাহার।
এ জয়ের ফলে এখন পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে গেছে মারিয়া মান্ডার দল। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট।
পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠার পাশাপাশি ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের। রোববার (১৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।