Top

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে তাঁর নিজ জেলা পাবনায় মশাল মিছিল

২২ অক্টোবর, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ
রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে তাঁর নিজ জেলা পাবনায় মশাল মিছিল
তালুকদার রাসেল :

ফ্যাসিবাদের প্রধান দোসর‌ অ্যাখ্যা দিয়ে দেশের ২২তম‌ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে তাঁর নিজ জেলা পাবনায় মশাল মিছিল ও সমাবেশ করেছে‌ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পাবনা শহর প্রদক্ষিণ করে আবার এডওয়ার্ড কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান; এক দুই তিন চার চুপ্পু তুই গদি ছাড়,‌ জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার;বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ভারতের দালালেরা হুঁশিয়ারি সাবধান;ছাত্রলীগের দুই গালে ,জুতা মার তালে তালে; স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে; ইত্যাদি শ্লোগানে পাবনা শহর কাঁপিয়ে তোলেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম প্রধান দোসর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচার করছেন, ষড়যন্ত্র করছে। সে রাষ্ট্রপতি পদে থাকার নৈতিকতা হারিয়েছে। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তা নাহলে ছাত্র-জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

বিএইচ

শেয়ার