Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

তিনদিনের বাজেট একদিনেই শেষ, কক্সবাজার ছাড়ছেন অনেকে

১৮ ডিসেম্বর, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ
তিনদিনের বাজেট একদিনেই শেষ, কক্সবাজার ছাড়ছেন অনেকে

বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিনের জন্য কক্সবাজার বেড়াতে এসে ভ্রমণসূচি সংক্ষিপ্ত করে ফিরে গেছেন অনেক পর্যটক। আগে থেকে রুম বুকিং না দিয়ে পরিবার কিংবা গ্রুপ ধরে বেড়াতে এসে বাজেট সংকটে ফিরে যেতে বাধ্য হন তারা। এ ঘটনা স্থায়ী পর্যটনের জন্য ‘অশনিসংকেত’ বলে মন্তব্য করেছে সচেতন মহল।

চট্টগ্রাম মহানগরীর কালামিয়া বাজার এলাকার আবদুল মান্নান নিজেদের গাড়িতে পরিবার নিয়ে ১৬ ডিসেম্বর বিকেলে কক্সবাজার আসেন। পরিকল্পনা ছিল ১৬-১৭ ডিসেম্বর দু’রাত হোটেলে থেকে ১৮ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম রওয়ানা হবেন। কিন্তু পরিচিত হোটেলে গিয়েও রুম খালি পাননি। আগেই বুকিং নেওয়া একজনের চারটি রুম ১৬ হাজার টাকায় নিয়ে এক রাত থেকে ১৭ ডিসেম্বর রাতে চট্টগ্রাম ফিরে যান।

হোটেলের নামটি প্রকাশ না করার শর্তে আবদুল মান্নান বলেন, ‘হোটেলটিতে অন্য সময় এলে রুমপ্রতি এক হাজার টাকায় থাকতাম। যেহেতু চাহিদা বেশি তাই হিসাব করেছিলাম দুই হাজার টাকায় রুম নিয়ে দিনে আট হাজার টাকা করে দুইদিনে ১৬ হাজার টাকা আবাসন বাবদ খরচ করবো। কিন্তু দ্বিতীয় হাত বদল হয়ে রুম নিতে হওয়ায় এক রাতেই ১৬ হাজার টাকা গুনতে হয়েছে। ফলে বাজেটের কারণে সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছি।’

শুধু তারা নন, এভাবে দুদিন বা তিনদিনের বাজেট একদিন বা দুদিনে খরচ হওয়ায় অনেক পর্যটক সফর সংক্ষিপ্ত করে কক্সবাজার ত্যাগ করেছেন। তাদের মতে, লোকসমাগম বেশি হওয়ায় হোটেলের কক্ষ ভাড়া যেমন অতিরিক্ত গুনতে হয়েছে তেমনি টমটম-সিএনজি-রিকশা ভাড়াও দিতে হয়েছে বেশি। সঙ্গে নারী থাকলে হাঁটা সম্ভব না হওয়ায় পরিবার নিয়ে আসা পর্যটকরা এ ভোগান্তিতে পড়েন। এর পাশাপাশি রেস্তোরাঁয় মাছ, মাংসের দাম অন্য সময়ের চেয়ে বাড়তি দিতে হয়েছে। তবে ডিম, সবজি, ডাল দিয়ে যারা খেয়েছেন তারা মোটামুটি আগের নিয়মে বিল দিতে পেরেছেন।

সংশ্লিষ্টদের মতে, এবারের বিজয় দিবসের চলমান ছুটিতে নানাভাবে ভোগান্তিতে হাজারো পর্যটক। অনেক পর্যটক হোটেলে ঠাঁই না পেয়ে বাস, সৈকতের কিটকট চেয়ারে (বিনোদন ছাতা), ফুটপাত এবং দোকানের বারান্দা বা সৈকতের খোলা আকাশের নিচে রাতযাপন করেন। যারা রুম পেয়েছেন তাদের অনেককে অতিরিক্ত টাকা গুনতে হয়েছে। পরিবারসহ ভ্রমণ করতে আসা লোকজন রুম না পেয়ে বাস-ফুটপাতে রাত কাটাতে গিয়ে শৌচাগার নিয়ে বিড়ম্বনায় পড়েন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, অভিযোগ পেয়ে সি-পার্ল ১ ও ২ নামে ফ্ল্যাট আবাসনে শুক্রবার অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এ ফ্ল্যাট পরিচালকদের পাঁচ হাজার টাকা এবং অপর আবাসন প্রতিষ্ঠান হোটেল ওপেলাকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানতে চাইলে কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিতে আসা পর্যটকদের নিয়ে কিছু আবাসন ও রেস্তোরাঁয় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে। সামনের দিনে এসব বিষয় যেন আর পুনরাবৃত্তি না হয় সেজন্য করণীয় নির্ধারণ করার উদ্যোগ নেওয়া হবে।

কেউ প্রতারণার শিকার হয়েছেন বুঝলেই সৈকত এলাকার জেলা প্রশাসনের তথ্য সেলে যোগাযোগ করার অনুরোধ জানান ডিসি।

শেয়ার