Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

ট্রাক চাপায় জবি ছাত্রীর মৃত্যু, চালক গ্রেপ্তার

১৯ ডিসেম্বর, ২০২১ ১:০০ অপরাহ্ণ
ট্রাক চাপায় জবি ছাত্রীর মৃত্যু, চালক গ্রেপ্তার
জবি প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ডের রামপুর গ্রামের মোল্লা বাড়ির সামনে গতকাল দুপুর সাড়ে ১২ টায় নোয়াখালী-ঢাকা হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা আক্তার মিতু (২৩) এর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ট্রাক চালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপন (২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বেল্লাল এর ছেলে।

গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।

এর আগে বেপরোয়া গতির ট্রাক চাপায় শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাবরিনা আক্তার মিতু সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী- ঢাকা হাইওয়ে সড়কে মারা যায়। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ তম আবর্তনের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিল। মিতু সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ গ্রামের ভূঁইয়া বাড়ীর মোর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিন বোনের মধ্যে মিতু সবার বড়।

স্থানীয় সূত্র জানায়, সাবরিনা আক্তার মিতু দুপুর সাড়ে ১২টায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুর এলাকার মোল্লা বাড়ির নানার বাড়ি থেকে যাত্রা করে। এ সময় বাড়ির সামনে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালী গামী ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।

শেয়ার