Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

ক্যাম্প থেকে পালিয়ে গাজীপুরে রোহিঙ্গা যুবক আটক

১৯ ডিসেম্বর, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
ক্যাম্প থেকে পালিয়ে গাজীপুরে রোহিঙ্গা যুবক আটক

গাজীপুর মহানগরের কোনাবাড়ীর নছর মার্কেট এলাকা থেকে গত শনিবার রাতে মো. রুবেল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রুবেল কক্সবাজার উখিয়া ক্যাম্পের বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে।

আটক রুবেলের বরাত দিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, রুবেল ৩ থেকে ৪ মাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে। পরে তার স্থান হয় উখিয়ার ট্রানজিট ক্যাম্পে।

চার দিন আগে সেখানে বসবাসকারী অপর এক রোহিঙ্গা যুবক রুবেলকে চাকরির প্রলোভন দেখিয়ে ট্রানজিট ক্যাম্প থেকে বের করে চট্টগাম নিয়ে যায়। পরে সেখানে রুবেলের কাছে থাকা ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাকে মারধর করে রুবেলকে ট্রেনে তুলে দেয় ওই প্রতারক ।

পরে বিভিন্ন ট্রেন পাল্টে রুবেল শনিবার রাতে গাজীপুরের জয়দেবপুর জংশনে গিয়ে নামেন। সেখান থেকে রেলপথ ধরে হাঁটতে হাঁটতে নছের মার্কেটের প্রতাবপুর এলাকায় পৌঁছান তিনি।

তার কথাবার্তা সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে নাম-পরিচয় জানতে চাইলে রুবেল নিজে রোহিঙ্গা বলে স্বীকার করেন। তখন এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার সকালে তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

শেয়ার