Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

ঠাকুরগাঁওয়ে মিশ্র ফলের বাগানের স্বপ্ন বুনছেন দুই বন্ধু

২২ ডিসেম্বর, ২০২১ ৪:৩১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মিশ্র ফলের বাগানের স্বপ্ন বুনছেন দুই বন্ধু
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পৌর শহরের মহলবাড়ী গ্রামে দুই বন্ধু এক সাথে বরই ও মাল্টার বাগান করে এলাকায় চমক লাগিয়ে দিয়েছেন।

এক কম্পানির চাকরি ছেড়ে আফসার আলী ও শরফিুল ইসলাম নামে দুই বন্ধু বছর খানকে আগে উপজলো কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে মামাতো ভাইয়রে সহযোগতিায় ৪ বিঘা জমি লিজ নেন।

দেশের বিভিন্ন এলাকা হতে উন্নত জাতের সাড়ে চারশত বরই এবং চারশত ৩৯টি মাল্টার চারা সংগ্রহ করে রোপন করনে।

বর্তমান তাদের রোপনকৃত গাছে গাছে আর থোকায় থোকায় দুলছে বরই। আর এমন সাফল্যে দুইবন্ধু ভাগ্য পরর্বিতনরে স্বপ্ন দেখছনে। বরই কয়েক দিনেরে মধ্যইে বাজারজাত করা হবে বলে তারা জানান। যার বাজারমূল্য ৫ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে এমনটাই আশা করছনে তারা।

শরফিুল ইসলাম জানান, আমরা দুইবন্ধু মিলে একদিন আমার মামাতো ভাইয়রে বাগান দেখতে যাই।

সেখানে থেকে বাগান চাষে উদ্বুদ্ধ হয়ে বছর খানকে আগে মিশ্র ফলের বাগান করার চিন্তা করি। তারপর শুরু হয় আমাদের দুজনের পথচলা। প্রথমে আমরা বড়ই আর কমলা মিলে সাড়ে আটশত গাছ রোপন করি বর্তমানে বরই বাজারজাত করে ৫ লক্ষ টাকার মত পাবো বলে আমরা আশাবাদী এবং সেই সাথে মাল্টা গাছ থেকেও ভালো কিছু সম্ভাবনা দেখছিঠ আমরা।

উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন উপজেলার মহলবাড়ী গ্রামে মাল্টা চাষের পাশাপাশি বল সুন্দরী বরই চাষ করছেন দুইবন্ধু মিলে। এটি উপজলোর  একে বারেই নতুন। আমরা সেখানে মাল্টা চারা সরবরাহ করেছি সেই সাথে কৃষি অফসি থেকে তাদের বাগানে প্রযুক্তিগত সকল সহযোগিতা প্রদান করা হয়েচ্ছে। বাগান থেকে প্রথম বছরই তারা পাঁচ লক্ষাধকি টাকার বরই বিক্রি করতে পারবনে এমনটা আশা করা যায়।

শেয়ার