Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যার ২২ মাস পর ছেলে গ্রেপ্তার

২৩ ডিসেম্বর, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যার ২২ মাস পর ছেলে গ্রেপ্তার
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে নিজের মাকে গলাকেটে হত্যার ২২ মাস পর ছেলে নাহিদ ইমরান নিয়ন (৩৬) কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত নিয়ন সিরাজগঞ্জ জেলা শহরের মুজিব সড়কের মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে প্রেস বিজ্ঞতিতে বলা হয়েছে, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারী ভোরে শহরের মুজিব সড়কের নিজ বাসার শয়ন কক্ষ থেকে রাশিদা খানমের (৬৫) গলাকাটা লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের বড় ছেলে নাহিদ ইমরান নিয়ন পালাতক ছিলো।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাসির ইমরান নিশাত বাদী হয়ে বড় ভাই নাহিদ হাসান নিয়নকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২০ সালের ১২ জুলাই মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ ১ বছর ১০ মাস পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে গাজীপুর জেলা শহর থেকে প্রধান আসামি নিয়নকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জে নিয়ে আসা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের মাকে হত্যার কথা স্বীকার করেছে। বিকেলে আদালতের মাধ্যকে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে বিজ্ঞতিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার