Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে নিহত ৩০ জনের জানাজায় মানুষের ঢল

২৫ ডিসেম্বর, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে নিহত ৩০ জনের জানাজায় মানুষের ঢল
মো. মিরাজ খান, বরগুনা :

ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে নিহত ৩০ জনের জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস মাঠে নিহতদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এমডি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৭ জনের মধ্যে ৭ জনের লাশ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বরগুনা জেলা প্রশাসন। বাকি ৩০ জনের গণ জানাজা নামাজ পড়ানো হয়। যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের পৌরসভার পোটকাখালী গণ কবরস্থানে দাফন করা হবে।

জানাজা নামাজে উপস্থিতি ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রিমন এমপি, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, জানাজা শেষে বরগুনা পোটকাখালী গণকবরে ৩০ জনের দাফন সম্পন্ন হবে। যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে।

 

শেয়ার